নিজস্ব প্রতিবেদক, যশোর ||রাইজিংবিডি.কম যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। বেনাপোল বাইপাস সড়ক থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশির জন্য থামানো হয়। ওই ট্রাকে অবৈধ মালামাল আছে, সন্দেহ হলে ট্রাকটি বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। ট্রাক তল্লাশি করে এর ভিতর থেকে ভারতীয় শাড়ি ১ হাজার ৪৭৬টি, থ্রি পিস ২১৫টি, মোটরসাইকেলের টায়ার ২টি, বিভিন্ন প্রকার ওষুধ ১০ হাজার ৬৯৩টি এবং ৭৪ হাজার ৪৫৫টি বিভিন্ন প্রকার প্রসাধন...