যশোরের বেনাপোলে কার্গো ট্রাকে তল্লাশি করে ভারতীয় শাড়িসহ আড়াই কোটি টাকার পণ্য জব্দ করার খবর জানিয়েছে বিজিবি। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বাইপাস সড়ক থেকে এসব পণ্যের সঙ্গে দুজনকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন। তিনি বলেন, “আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্র বিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে, গোপন সংবাদে বেনাপোল বিওপির সদস্যরা বিশেষ চোরাচালান বিরোধী একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বেনাপোল বাইপাস সড়কে সন্দেভাজন ‘মাগুরা কার্গো সার্ভিস’ নামের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। “পরে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে ওই গাড়ি থেকে ১ হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিছ, দুটি মোটর সাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩টি বিভিন্ন ধরনের ওষুধ, একটি কার্গো ট্রাক...