সবশেষে তিনি “কনকা সেরা পরিবার সিজন ৪” শুরুর নেপথ্যের ভাবনা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তিনি বলেন, কনকার পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইকেসহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই সামান্য অংশ ‘কনকা সেরা পরিবার সিজন ৪’। এ প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই। নুরুল আফছারের বক্তব্যের পর সিজন ৪ এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চায়না থেকে আগত বিশেষ অতিথি মি. রিড, সেলস ডিরেক্টর এবং মি. লেস্টার, ডিজিএম-সেলস, কনকা এশিয়া রিজিয়ন, ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম-রিটেইল অপারেশন মো. জুলহক...