ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সামনে টানা বৃষ্টি হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সেই আভাস যেন বাস্তবে রূপ নিয়েছে। চলতি বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে গত ২১ সেপ্টেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে এদিন ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই মারা গেছে বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চলতি বছর দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর যে ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে এর মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায়। অর্থাৎ, ২০ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ২১ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত। বাকি...