গাজীপুরের টঙ্গী ও এর আশপাশের আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন রাসায়নিকের গুদাম। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় গড়ে তোলা এসব গুদামে নেই কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। আর অনুমতিহীন এসব গুদামের বাড়াচ্ছে নিরাপত্তার ঝুঁকি। রাসায়নিক মজুতের বৈধতা খতিয়ে দেখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুরের স্টেশন রোড ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে অন্তত অর্ধশত রাসায়নিকের গুদাম। এসব গুদামে মজুত করা হয়েছে ফসফেট, ক্লোরিন, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থ। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় এসব গুদামের কারণে বাড়ছে তাদের নিরাপত্তা ঝুঁকি। এছাড়া প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা না থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। টঙ্গীর বাসিন্দা আজগর মিয়া বলেন, ‘আবাসিক ভবনের নিচতলা ও ভূগর্ভস্থ তলায় রাসায়নিকের অনেক গুদাম রয়েছে। এগুলো থেকে যেকোনো সময় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’ আবাসিক এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে রাসায়নিকের...