আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার সুমিত ভার্মা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দলে এই ব্যাটিং অলরাউন্ডারকে রেখেছে উগান্ডা। ৩৪ বছর বয়সী সুমিত সবশেষ ২০২৪-২৫ মৌসুমে ছিলেন হিমাচল প্রদেশ দলে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি এবং বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। হিমাচলের হয়ে সবশেষ তিনি মাঠে নামেন গত জানুয়ারিতে, অন্ধ্র প্রদেশের বিপক্ষে। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। এতে অংশ নিতে রিয়াজাত শাহর নেতৃত্বাধীন ১৫ সদস্যের উগান্ডা দলে যোগ দেবেন সুমিত। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে পাঁচ ফিফটিতে ৬০৭ রান করেছেন তিনি, গড় ১৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৯। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০৯ সালে অভিষেকের পর থেকে ২২.৬৫ গড়ে সাত ফিফটিতে করেছেন ৯৭৪ রান। হিমাচল থেকে উগান্ডা দলে সুযোগ পাওয়া দ্বিতীয় ক্রিকেটার সুমিত,...