ঘর গোছাতে গিয়ে বা নতুন কোথাও উঠতে হলে অনেকেরই সবচেয়ে বড় সমস্যা হয় স্মৃতিবাহী জিনিসপত্র ফেলে দেওয়া। পুরানো জামাকাপড়, শৈশবের ট্রফি, প্রাক্তনের উপহার— এসব জিনিস থেকে আলাদা হতে গিয়ে মনে হয় যেন এক টুকরো স্মৃতি ফেলে দেওয়া হচ্ছে। অথচ এই জিনিসগুলোই ঘরে অযথা জটলা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতি ধরে রাখতে বস্তু নয়, আবেগই যথেষ্ট। যুক্তি দিয়ে এগোলে অপরাধবোধ ছাড়াই স্মৃতিবাহী জিনিস গুছিয়ে ফেলা সম্ভব। মার্কিন সংগঠক ও বিশেষজ্ঞ বেথ ব্ল্যাকার এবং যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান ‘অ্যাটলাস ভ্যান লাইনস’-এর ব্যবসা উন্নয়ন বিভাগের সহ-সভাপতি লরেন পিয়েকোস এ বিষয়ে কার্যকর কিছু পরামর্শ দিয়েছেন। ঘর গোছানো নিজেই কষ্টকর কাজ, তার সঙ্গে স্মৃতির টান মিশে গেলে তা আরও কঠিন হয়। তাই একসঙ্গে সবকিছু না করে একেকটি ছোট জায়গা থেকে শুরু করাই বুদ্ধিমানের কাজ। বেথ ব্ল্যাকার...