কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় দায়ের করা ক্লুলেস অটোরিকশা চালক সুলতান (৬২) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মফিজুল ইসলাম (২২)–কে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ সিপিসি-২ এর একটি আভিযানিক দল র্যাব-৪, নবীনগরের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানার পশ্চিম জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব সূত্রে জানা যায়, আটক মফিজুল ইসলাম জামালপুর জেলার বাসিন্দা। তাকে গ্রেফতারের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনে আরও এক ধাপ অগ্রগতি হলো। মামলার এজাহার থেকে জানা যায়, নিহত সুলতান একজন অটোরিকশা চালক ছিলেন। গত ৩ আগস্ট ২০২৫ সকালে প্রতিদিনের মতো তিনি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু দিনশেষেও বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। ওই দিন সন্ধ্যায় সুলতানের স্ত্রী খবর পান, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য...