খুলনা:ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় লড়াই, সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল খুলনার ছাত্রদলের নেতারা, এমনটাই দাবে দলটির নেতাকর্মীদের। বর্তমানে নেতৃত্বহীন মহানগর ও জেলা ছাত্রদল কমিটি।বার বার শীঘ্রই কমিটি দেয়ার আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় নেতার। তবে সেই আশ্বাসেই কেটে গেছে বছর। এতে সাধারণ নেতাকর্মীরা যেমন সংগঠিতভাবে কাজ করতে পারছেন না, তেমনি নতুন নেতৃত্ব প্রত্যাশীরা হতাশ হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ অক্টোবর আব্দুল মান্নান মিস্ত্রিকে সভাপতি ও গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ২০১৬ সালের ১৩ অক্টোবর ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট খুলনা জেলা ছাত্রদল কমিটি ২০১৮ সালের ১০ জুন ২৫১ সদস্যের কমিটিতে বর্ধিত করা হয়। অপরদিকে, ২০২১ সালের ২৪ মার্চ ইসতিয়াক আহমেদ ইস্তিককে আহ্বায়ক এবং মো. তাজিম বিশ্বাসকে সদস্য সচিব করে...