প্যারিসের জমকালো মঞ্চে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার হাতে নিয়েছেন ওসমান দেম্বেলে। ক্যারিয়ারের শুরুতে ইনজুরি আর সমালোচনায় ভরা দিনগুলোকে পেছনে ফেলে তিনি পেলেন সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি—প্রথম ব্যালন ডি’অর। পুরস্কার জয়ের পরপরই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন দেম্বেলে। ফেসবুকে ব্যালন ডি’অরের ছবি দিয়ে লিখলেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!’ ভেজা চোখের একটি ছবি পোস্ট করে দেম্বেলে লিখেছেন, ‘এই হাসির আড়ালে আমি একাই জানি কত ইনজুরি, কত ব্যথা, কত ত্যাগ লুকিয়ে আছে। এই ব্যালন ডি’অর আমার উত্তর। আমার চোখের জল থামছে না। শুধু আমি জানি, এই মুহূর্তের জন্য আমি কত দোয়া করেছি। ’ সমালোচনা আর অবমূল্যায়নের দিনগুলো স্মরণ করে দেম্বেলে লিখেছেন, “তারা বলেছিল আমি শেষ হয়ে গেছি। আমি পড়ে গেলে হাসাহাসি করত, আমাকে ভঙ্গুর আর অপচয় বলত। কিন্তু তারা জানত না, নীরব রাতে আমি কেমন কেঁদেছি,...