মানববন্ধনে বক্তব্য দেন- মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েল, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা ইমরুল ইসলাম আলাল, মো. রবিউল ইসলাম রুবেল, মো. সাব্বির ফরাজী, ব্যবসায়ী সাইফুল ইসলাম আজাদ, মো. ওলি উল্লাহ, মো. ছিদ্দিকুর রহমান, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার ও গৃহিনী আনজুম আরা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, উপজেলার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের কিছু দালাল হাসপাতাল চত্বরে রোগীদের তাদের সেন্টারে টেস্ট করাতে চাপ প্রয়োগ করে। উল্লিখিত দুই ডাক্তার এই অনৈতিক চাপ থেকে বিরত থাকায় এবং রোগীদের হয়রানি না করতে নির্দেশ দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের দালালরা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে বদলী করিয়েছে। মানববন্ধনে বক্তারা স্মারকলিপি মাধ্যমে দাবি জানান, বদলির আদেশ প্রত্যাহার করে উভয় ডাক্তারকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণবহাল করতে হবে। পরিবর্তে...