আর মাত্র চার দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মতো রাজধানী ঢাকার রমনা কালীমন্দিরেও এখন চলছে ব্যস্ততার ভিড়। প্রতিমা তৈরির শেষ সময়ে কারিগরদের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে দেবী দুর্গার প্রতিচ্ছবি। ছবি: মাহবুব আলম কারিগরদের কেউ মূর্তির গায়ে তুলির টানে আনছেন প্রাণের স্পর্শ, কেউ রঙ করছেন দেবীর হাত কিংবা পা। কারও হাতে তখন চোখ আঁকার সূক্ষ্ম কাজ-যা দেবী প্রতিমায় এনে দেয় জীবন্ত অভিব্যক্তি। আরেকদল কারিগর রঙ শেষ করে প্রতিমাকে পরাচ্ছেন বস্ত্র। একেকজনের কাজে ফুটে উঠছে ভিন্ন ভিন্ন দক্ষতা, আর মিলেমিশে তৈরি হচ্ছে পূজামণ্ডপে দেবী দুর্গার পূর্ণাঙ্গ রূপ। রমনা কালীমন্দির চত্বরে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিমা তৈরির জায়গায় ভিড় করছেন সাধারণ মানুষও। কেউ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন দেবী গঠনের দৃশ্য, কেউবা ছবি তুলছেন স্মৃতির ঝুলিতে ভরার জন্য। চারপাশে ধূপের গন্ধ,...