‘চিকিৎসা অবহেলায়’ শিশুর দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউটের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকসহ চার ডাক্তারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দৃষ্টিশক্তি হারানো ৪ বছরের শিশু আবরার হোসেন ইভানের বাবা মো. সাইফুল ইসলামের পক্ষে আইনজীবী মবিনুল ইসলাম এ লিগ্যাল নোটিশ দিয়েছেন। লিগ্যাল নোটিশ পাওয়া চার ডাক্তার হলেন- বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউটের কনসালটেন্ট, পেডিয়াট্রিক অ্যান্ড অপথালমোলজিস্ট ডা. কাজী সাব্বির আনোয়ার, কনসালটেন্ট, ভিট্রিও-রেটিনা স্পেশালিষ্ট অ্যান্ড ফ্যাকো সার্জন ডা. আইরিন হোসেন, চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. নিয়াজ আব্দুর রহমান। লিগ্যাল নোটিশে বলা হয়, বরিশালের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ৪ বছরের শিশুসন্তান আবরার হোসেন ইভান জন্মলগ্ন থেকেই ডান চোখে একটু কম দেখতে পেতো। গত ৩১ জুলাই ছেলের চোখের চিকিৎসার জন্য তিনি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউটের চেয়ারম্যান ডা....