২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আরাফাত মোল্লা হলো দেবগ্রাম ইউনিয়ন তেনাপোচা গ্রামেরকালাম মোল্লার ছেলে। সে রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজে দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় নতুন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি এপাচি ফোরভি দ্রুতগতির মোটরসাইকেলে তার সাথে মুখোমুখি সংঘর্ষে হলে আরাফাতের মাথা ও দেহ নতুন ব্রিজের রেলিং এর সাথে সজোড়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত...