থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ পেয়েছেন নাট্যদল বাতিঘরের দলপ্রধান, অভিনেতা ও নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল। সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে প্রণোদনার অর্থমূল্যের চেক ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা—‘পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার দায়’ শীর্ষক আলোচনায় অংশ নেন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী সেলিম মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আমিন বিপ্লব। প্রসঙ্গত, নাট্যজন এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন। ৪৮ বছরের জীবনে তিনি ৩০টিরও বেশি নাটক রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন। তিনি থিয়েটার আর্ট ইউনিটসহ একাধিক...