হংকংয়ে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা। এবছরের সবচেয়ে শক্তিশালী এ সামুদ্রিক ঝড় আঘাত হানার আগে দিয়ে হংকং কার্যত থমকে গেছে। প্রায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। অধিকাংশ যাত্রীবাহী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার থেকেই মানুষ ভিড় জমাচ্ছে সুপারমার্কেটে, ফলে প্রায় খালি হয়ে গেছে তাকগুলো। দুই দিন দোকানপাট বন্ধ থাকার আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে রাখছেন বাসিন্দারা। শহরের সর্বত্র বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জানালায় ক্রস আকারে টেপ লাগানো হয়েছে, ভাঙা কাচের আঘাত কমানোর আশায়। হংকং অবজারভেটরি জানিয়েছে, ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বইতে থাকা বাতাস নিয়ে রাগাসা গুয়াংদং উপকূলে ‘তীব্র হুমকি’ তৈরি করেছে। সোমবার উত্তর ফিলিপিন্সে আঘাত হানার পর ঝড়টি মূল ভূখণ্ড চীন, তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসছে। বুধবার দুপুর থেকে রাতের মধ্যে...