ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সিসি টিভির ভিডিও দেখে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. রেজাউল হক। সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, মনজের মন্দিরে প্রবেশ করে একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন এবং পরে পানিতে চুবাচ্ছেন। মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “রাত ৪টার পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। তারা চলে যাওয়ার পর মনজের কাজটি করেছেন। অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন মনজ। সকাল ৯টার দিকে গিয়ে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।” মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, “মনজের কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয় তিনি সেখানেই যান। এই মন্দিরেও তিনি আগে এসেছেন।...