হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)দ্বয়, সোনারগাঁ থানার ওসি রাশেদ খান, সেনা সদস্য ক্যাপ্টেন মো. শিহাব শাহরিয়ার, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামী সূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, এনসিপি সোনারগাঁ উপজেলা আহ্বায়ক তুহিন মাহমুদ, সোনারগাঁ পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি, বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় জানানো হয়, এ বছর সোনারগাঁ...