জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে নয়টি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়।এতে জকসুর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনীসহ বেশ কিছু নতুন পদ অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। ছাত্রদলের দাবি বর্তমান কাঠামোতে কিছু অসংগতি রয়েছে, যা জকসুর সুষ্ঠু পরিচালনার অন্তরায়। এসব বিবেচনায় তারা নয়টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব করেছে। এগুলো হলো– ১. স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, ২. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, ৩. মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক, ৪. সংস্কৃতিবিষয়ক সম্পাদক, ৫. দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক, ৬. আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, ৭. বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, ৮. পরিবেশবিষয়ক সম্পাদক এবং ৯. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক। এ ছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে ‘অর্থ...