ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ঘিরে দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ভারতের দৈনিক ‘এই সময়’ বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। আরও পড়ুন:গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমিরএনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিসআখতার ও জারার ওপর হামলায় প্রশাসনের লোকজন জড়িত: নাহিদ ইসলাম শায়রুল বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর...