চোট থেকে সেরে উঠতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতেই হচ্ছে গাভির। স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডারের হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন গাভি, সেটা নিয়ে কিছু জানায়নি কাতালান ক্লাবটি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইতে থাকতে হতে পারে এই ফুটবলারের। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম দুই লা লিগার ম্যাচে খেলেন গাভি। অগাস্টে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। এর আগে ডান হাঁটুরই এসিএল চোটে পড়েছিলেন গাভি। তখন ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ২০২৩-২৪ মৌসুমের অনেকটা সময় এবং গত মৌসুমের শুরুর দিকে তাকে পায়নি বার্সেলোনা। সেরে উঠে বার্সেলোনার লা লিগায় ২৬ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন গাভি।...