প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি। পরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়। সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চান এনসিপির আহ্বায়ক। এছাড়া নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন তিনি। ইতোমধ্যে আখতার হোসেনকে ডিম...