কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আশ্রম থেকে প্রায় ১৩৫ বছর আগে কলকাতার শান্তিনিকেতনে নিয়ে যাওয়া বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের গানের মূল পাণ্ডুলিপি ফেরত আনার উদ্যোগ নিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ লক্ষ্যে তিনি সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) পাঠানো ওই আবেদনপত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, লালন সাঁইয়ের জীবনকালেই তার শিষ্যরা মুখে মুখে রচিত গানগুলো সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এসব গানের একটি খাতা শিলাইদহের তৎকালীন জমিদার ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার লালন আশ্রম থেকে সংগ্রহ করে শান্তিনিকেতনে নিয়ে যান। বর্তমানে ঐতিহাসিক এ পাণ্ডুলিপিটি শান্তিনিকেতনে সংরক্ষিত আছে, যেখানে লালনের ৩১৪টি মৌলিক গান রয়েছে।ইতিপূর্বে শান্তিনিকেতন থেকে পাণ্ডুলিপির একটি অনুলিপি কুষ্টিয়ায় পাঠানো হলেও মূল পাণ্ডুলিপি আজও ফেরত আসেনি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লালন ভক্ত,...