ফরিদপুরে রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি সুজন মণ্ডলকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের জোবয়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন রাজবাড়ী সদরের মুচিদহ এলাকার মো. মকিম মণ্ডলের ছেলে। ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ -এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন...