বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে তা কাজে লাগানো যাচ্ছে না বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। এ জন্য খেলনা শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত “রফতানি বহুমুখীকরণ: খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং রফতানির সম্ভাবনা” শীর্ষক ফোকাস গ্রুপের আলোচনায় এ মত উঠে আসে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ‘‘বিশ্ব খেলনা বাজারের আকার ১০২.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালে ১৫০ বিলিয়ন ছাড়াবে। অথচ বাংলাদেশ এ খাতে রফতানি করছে মাত্র ৭৭ মিলিয়ন ডলার। নীতি সহায়তার অভাব, কাঁচামালে উচ্চ শুল্ক, বন্ড সুবিধার অনুপস্থিতি, অবকাঠামোর ঘাটতি এবং টেস্টিং সুবিধার সংকটের কারণে...