খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থান থেকে আসা পাঁচজন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ঢাকার মিরপুর সরকারি আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের ঢাকায় নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গায় অবস্থান করছিলেন মানসিক ভারসাম্যহীন এ পাঁচজন। দারিদ্র্য ও অসহায় জীবনযাপনের পাশাপাশি স্থানীয়দের জন্যও তারা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। এ নিয়ে সচেতন মহল বারবার তাদের অন্যত্র পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি আইন, ২০১৫ অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা তাদের মিরপুর শাহ আলী আশ্রয়কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা করেন। এ সময় ইউএনও নার্গিস সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, এএসআই আক্তার হোসেন,...