ঘরে-বাইরে মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকাবাসী। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয় সর্বজনীন নগর আতঙ্ক হয়ে সামনে এসেছে। প্রায় প্রতিটি মহল্লায় নগরবাসীর জন্য এখন মশাবাহিত রোগ বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু সংক্রমণকে আরও তীব্র করছে ঢাকার ‘জনঘনত্ব’ ও ‘অপরিচ্ছন্নতা’। শহরজুড়ে উন্মুক্ত নালা, নর্দমা ও জমে থাকা পানিতে মশার প্রজনন ত্বরান্বিত হচ্ছে, যা ডেঙ্গুর বিস্তারকে আরও তীব্র করছে। অবশ্য অভিজাত এলাকায় কিছুটা সচেতনতা বাড়লেও অন্যান্য এলাকা রয়ে গেছে ডেঙ্গুর হটস্পট হিসেবে। গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা যায়, উন্মুক্ত ড্রেন, নালা ও খালবিলে জমে থাকা কালো পানি যেন মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, জুরাইন, গেন্ডারিয়া, শ্যামপুর, কামরাঙ্গীরচর, চকবাজার, সদরঘাটসহ প্রায় সব জায়গাতেই দেখা গেছে একই দৃশ্য। নালার পানি জমে আছে, ড্রেনের ঢাকনা ভাঙা বা নেই,...