মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন ফায়ার সদস্য শামীম আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিকেল পৌনে ৪টার দিকে বাংলানিউজকে বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সদস্য শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। মৃত শামীমের শরীরের ১শ শতাংশই দগ্ধ ছিল বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরদপ্তরে মৃত শামীমের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতরা হলেন- টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২),...