‘আমাদের দেশে শিল্পীদের কদর কোনো দিন ছিল না। এখনো নেই। রাষ্ট্র যাঁরা চালাচ্ছেন, তাঁরা যদি গানবাজনা না বোঝেন, গানবাজনাকে মূল্য না দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। জোর করে আমরা তো কিছু করতে পারব না।’ মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিং শেষে কথাগুলো বলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মাঝে কয়েক মাস অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমীন। এখন আবার নিয়মিত গাইছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের নতুন একটি গান। এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ, গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার। গানটি এফ এ মিউজিকের ইউটিউবে প্রকাশিত হবে। গানটি প্রসঙ্গে বলতে গিয়ে সাবিনা ইয়াসমীন বললেন, ‘খুব চমৎকার একটি গান। এই তরুণ সংগীত পরিচালকের সঙ্গে আমার প্রথম...