জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে পুলিশকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান৷ ২০২৪ সালের ১৭ জুলাই বেতার বার্তায় তিনি এই নির্দেশনা দিয়েছেন। সেই বেতার বার্তাটি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শোনানো হয়৷ আজ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন এএসআই কামরুল হাসান। ওয়্যারলেস অপারেটর হিসেবে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত রয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে কামরুল বলেন, ডিএমপি কমিশনারের এই ওয়্যারলেস বার্তাটি তিনি বার্তাবাহক হিসেবে ঢাকার পুলিশের কাছে পাঠিয়ে দেন৷ অডিও বার্তায় ডিএমপি কমিশনারকে বলতে শোনা যায়, ‘আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন, আমাদের নিজের জীবন সম্পদ রক্ষা, অফিস আদালত রক্ষা, জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমি বারবার…বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন সেভাবে… আপনারা করবেন।...