বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে এই খাত থেকে। কিন্তু পোশাক শিল্পের মূল কাঁচামাল তুলা বাংলাদেশে উৎপাদিত হয় খুব সামান্য পরিমাণে। বিপুল চাহিদা মেটাতে আমাদের নির্ভর করতে হয় আমদানির ওপর। দীর্ঘদিন ধরে আফ্রিকা, ভারত ও ব্রাজিল ছিল তুলা আমদানির প্রধান উৎস। যুক্তরাষ্ট্র থেকেও কিছুটা তুলা আসত, তবে তা ছিল সীমিত। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ট্যারিফ সুবিধা আদায়ে বাংলাদেশ ধীরে ধীরে মার্কিন তুলা আমদানির দিকে ঝুঁকছে। দেশের ব্যবসায়ীরা প্রতি বছর ৭.৫ থেকে ৮.২ মিলিয়ন বেলস তুলা আমদানি করে। এর মধ্যে সর্বাধিক আসে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে। এসব দেশের মধ্যে বুর্কিনা ফাসো, মালি, বেনিন ও আইভরি কোস্টের মতো দেশগুলো মিলিয়ে প্রায় ৩৫-৪০ শতাংশ তুলা জোগান দেয়। ব্রাজিল আরেকটি বড় উৎস, দেশটি থেকে...