রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তারের সেই সংসার আজও শূন্যতায় ভরা। সাজানো-গোছানো ঘরজুড়ে এখনও পড়ে আছে পুতুল আর শোভাবর্ধক সামগ্রী, কিন্তু নেই দুই শিশু— নয় বছরের আরাফাত জাহান রাউফ ও সাড়ে ছয় বছরের ইসনাত জাহান রাইদা। ২০২৩ সালের আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র সাত দিনের ব্যবধানে মৃত্যু হয় এই ভাই-বোনের। মৃত্যুর দুই বছর পার হলেও বাবা-মায়ের চোখের পানি এখনও শুকায়নি। রাউফ-রাইদার বাবা-মায়ের মতোই বুকভাঙা কান্না থামছে না বাড্ডার আব্দুল আজিজের। এক মাস আগেও হাসি-আনন্দে ভরপুর ছিল তার ঘর। বাবা-মায়ের ভরসা, পরিবারের ভবিষ্যৎ হয়ে উঠছিল ছেলে মাহিন। কিন্তু ডেঙ্গুর কবলে পড়ে সেই প্রাণবন্ত তরুণের মৃত্যু ঘটল হঠাৎ করেই। মশার কামড়ে সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না অসহায় বাবা-মা। বুকফাটা কান্নায় তারা বারবার বলছেন, ‘ছোট্ট মশার কামড়ে জোয়ান ছেলের...