রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাতজনকে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), মো. কবির (১৮), মো. রুবেল (২৮), মো. খাইরুল ইসলাম (২৮), মাসুদুর রহমান (৪৪), মো. আলমগীর হোসেন (৪০) ও মো. সজিব (৩১)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ জানান, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পে টেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে সাতজন দগ্ধ হয়।...