ভাঙ্গুড়ায় চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ শেষে মানববন্ধন করেন। পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর সদরের বকুলতলায় ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।আরো পড়ুন:রাবির সাবেক সমন্বয়ক আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দেরএনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ঘোষণা রাবির সাবেক সমন্বয়ক আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দের এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ঘোষণা ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির একাংশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী ব্যবসায়ী এ কে এম হানিফ বাবলু অভিযোগ করেন, ‘‘গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভাঙ্গুড়া বাজারের...