রাজধানীর মহাখালীর আমতলীতে গুলশান ফিলিং স্টেশনে পেট্রোলের রিজার্ভ ট্যাংকি পরিষ্কারের সময় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই বিস্ফোরণের ফলে পেট্রোল পাম্পটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলো– স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ বলেন, ‘আজ দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান ফিলিং স্টেশনে পেট্রোলের রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। এতে আমাদের কর্মচারীসসহ মোট সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদের...