মাসখানেক ধরেই বলিউডে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি। এবার ভক্তদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা নিজেরাই। কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে মন দিয়েছেন ক্যাটরিনা। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই সৃষ্টিকর্তারই শরণাপন্ন এই তারকা দম্পতি। আজ মঙ্গলবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি সাদাকালো ফ্রেমে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প আগলে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবি হাতে ধরেই পোস্ট তাঁদের। ক্যাপশনে লিখেছেন, ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।’ সেই পোস্টের মন্তব্যঘরে ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, নেহা ধুপিয়াসহ...