ভয়ংকর ডেঙ্গুর প্রকোপ থেকে যখন রাজধানীবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন নতুন করে মাথাচাড়া দিচ্ছে আরেক মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। ডেঙ্গুর সঙ্গে উপসর্গের মিল থাকায় এই রোগ শনাক্তকরণে তৈরি হচ্ছে নতুন জটিলতা, বিশেষত শিশুদের ক্ষেত্রে। ফলস্বরূপ, একদিকে যেমন চিকিৎসকরা সঠিক রোগ নির্ণয়ের চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তেমনি অভিভাবকরাও বাড়তি খরচ আর অজানা আতঙ্কে ভুগছেন। বাংলাদেশের শিশু হাসপাতালগুলো বর্তমানে এই নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যস্ত, যেখানে প্রতিটি জ্বর এখন ডেঙ্গু না চিকুনগুনিয়া— এই প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজধানী ঢাকায় শিশু রোগজনিত অন্যতম ভরসার হাসপাতাল হলো বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। গত ১৯ সেপ্টেম্বর হাসপাতালটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগীদের ভিড়ে ঠাসা হাসপাতালটির বহির্বিভাগ। অধিকাংশ রোগীকেই ‘সিট নেই’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগই ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড কিংবা সাধারণ মৌসুমি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। উপসর্গগুলোর মধ্যে...