ঢাকা: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়ে হয়েছে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহাখালীর আমতলীতে ‘গুলশান সার্ভিস স্টেশন’ নামে তেলের পাম্পে ঘটনাটি ঘটে।দগ্ধরা হলেন- স্বপন মোল্লা, কবির, রুবেল, খাইরুল, মাসুদুর রহমান, আলমগীর হোসেন ও সজিব।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’জানা যায়, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হয়। যদিও এ বিষয়ে কোনো তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে।ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত...