ব্যালন ডি’অর ট্রফি জিতে নিজের সামাজিক মাধ্যমে মহান রাব্বুল আলআমিনের নিকট কৃতজ্ঞতা পোষণ করে কান্নারত দুটি ছবি পোস্ট করেছেন। আর সেটার ক্যাপশনে তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওসমান দেম্বেলে লিখেছেন, Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! সাথে যোগ করে দিয়েছেন তিনটি আবেগী ইমোজি???। এই পোস্টে প্রায় দুই লাখ ভক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রায় দশ হাজার...