হাইওয়ে পুলিশ জানায় ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেউলি ইউনিয়নের পাকুরতলা এলাকায় একটি আলু বোঝাই ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। ট্রাকটির সামনের চাকা পাংচার হয়েছিলো। একই দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। একই ট্রাকের হেলাপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি হেফাজতে নিয়েছে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ইনচার্জ হাফিজুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান দুটি ট্রাকই ক্ষতিগ্রস্থ হয়। তবে পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং...