নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। সাদিক কায়েম বলেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ লঙ্ঘন।” তিনি আরও বলেন, “গত এক বছরে আমরা বারবার বলে আসছি—যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, ছাত্রসমাজের ওপর নিপীড়ন চালিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের বিচারের আওতায় আনতেই হবে।” ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ঘটে যাওয়া বিভিন্ন ‘রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের’...