আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে গড়ে তোলা হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি মোতায়েন থাকবে র্যাব সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা নগরীর ধর্মসভায় একটি পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা দেশের একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে র্যাব সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজা মণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের টহল ইউনিট, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা ইউনিট কাজ করবে।”তিনি আরও জানান, শুধু বাহিনীর পক্ষ থেকেই নয়, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবকরাও এবারের নিরাপত্তা ও...