ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ফুটপাতে অবৈধ দোকান ও অপরিকল্পিত বাসস্ট্যান্ড নিরসনের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। অভিযানের সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন শিক্ষার্থীদের কয়েকটি দোকান উচ্ছেদ করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে নিয়মিত যাতায়াত ও আড্ডা দেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের এমন পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে দোকান ভাঙচুর করায় তারা বিপাকে পড়েছেন। অনেকে দাবি করেন, এসব দোকান থেকে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিসপত্র কেনা হতো। ফলে উচ্ছেদের পর এখন তাদের ভোগান্তি বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের একাউন্টিং শিক্ষার্থী রাফি বলেন,পূর্ব ঘোষনা ছাড়া সিটিকরপোরেশন কিভাবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দোকান ভাঙ্গে। আমরা একটু ভালো পরিবেশে বসতে পারতাম।...