জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেনের বগির তুলনায় ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা, রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলো থামলেও অনেক বগি প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করায় যাত্রীদের দৌড়ে গিয়ে উঠানামা করতে হয়। এতে ঘটে দুর্ঘটনা, আবার কেউ কেউ ট্রেনই মিস করেন। বিশেষ করে বয়স্ক যাত্রী, নারী ও রোগীদের জন্য এ সমস্যা মারাত্মক হয়ে উঠেছে। যাত্রীদের অভিযোগ, স্টেশনের গুরুত্ব বিবেচনায় প্ল্যাটফর্ম বর্ধিতকরণের জন্য একাধিকবার মাপঝোক করা হলেও বাস্তবায়ন হয়নি। স্টেশনে অবস্থানরত যাত্রী আবুল হোসেন খায়ের স্বপন বলেন, “এসি, বার্থ ও নির্ধারিত ক, খ বগি প্ল্যাটফর্মের বাইরে থামে। উত্তর দিক থেকে আসা ট্রেনের এসব বগি প্রায়ই ঝোপজঙ্গলে থাকে। ফলে যাত্রীদের দৌড়ে গিয়ে খুব কষ্ট করে উঠতে হয়।” আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, “প্ল্যাটফর্ম না থাকায় বয়স্ক ও মহিলারা বাচ্চাসহ...