বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা বা কটূক্তির জবাব পাল্টা গালিগালাজ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বলে মত দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, “গালির জবাবে আমাদের কর্মসূচি হবে দোয়া—ইনশাআল্লাহ।” মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এ বার্তা দেন। পোস্টে ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে কেউ যদি কটূক্তি করে, তাতে বিচলিত হওয়ার কারণ নেই। বরং তাদের জন্যও মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশের ও জনগণের মঙ্গলের জন্য কাজ করা জামায়াতের বড় দায়িত্ব।...