এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল সাদামাটা। সেই অতৃপ্ততা ঘুচিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উন্মোচন করেছে ফাইনালের সম্ভাবনা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ধারে-ভারে ভারত এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, সেই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’ গ্রুপ পর্বের...