গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। দীর্ঘ ৭ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন এবং প্রার্থী হয়েছেন ৫৭ জন। গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই ক্যাম্পাসের প্রতিটি কোণ ভরে উঠেছে লিফলেট আর প্রচারে। প্রার্থীদের ইশতেহারে উঠে আসছে ক্যান্টিনে ভর্তুকি, খাবারের মানোন্নয়ন, ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসন, আধুনিক মেডিকেল সেন্টার, পরিবহন বৃদ্ধি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা ও বৃত্তি, ওয়াই-ফাই ও লাইব্রেরি উন্নয়নসহ শিক্ষার্থীবান্ধব নানা প্রতিশ্রুতি।আরো পড়ুন:রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণারাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল মাজেদ সালাফী শিক্ষা ও গবেষণায় মানোন্নয়ন, গবেষণা ফান্ড, সেমিনার আয়োজন, অডিটোরিয়াম ও মুক্তমঞ্চ নির্মাণ,...