আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নব্য ঔপনিবেশিক দমনযন্ত্র’ আখ্যা দিয়ে এই আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার সামরিক শাসিত তিন দেশ মালি, বুরকিনা ফাসো ও নাইজার। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেয়। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে টানা আটটি অভ্যুত্থানের পর সাহেল অঞ্চলে এ ঘোষণা নতুন কূটনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। রয়টার্স লিখেছে, এই তিন দেশ এর আগে পশ্চিম আফ্রিকান আঞ্চলিক জোট ইকোওয়াস থেকে বেরিয়ে এসে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ নামে নিজেদের একটি সংগঠন গঠন করেছে। পশ্চিমা শক্তির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কমিয়ে তারা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে হেগভিত্তিক আইসিসির সদস্য ছিল মালি, বুরকিনা ফাসো ও নাইজার। কিন্তু নতুন বিবৃতিতে তারা বলেছে, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসন কিংবা গণহত্যার বিচার করতে আদালত অক্ষম। তবে আদালতের...