নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, “ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব কেন যাবেন, যেখানে জামায়াতের আমির বা মহাসচিবও তো যাননি।” মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “মানুষ এই সফরকে ভালো চোখে দেখছে না। দেশের সর্বত্র এ নিয়ে আলোচনা চলেছে এবং জনগণ এই ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।” তিনি আরও বলেন, “ড. ইউনূস এক সময়ের সুনাম ছিল, কিন্তু এখন তার সুনাম অনেকটাই ক্ষতিগ্রস্ত। বর্তমানে তিনি সবচেয়ে নিচের পর্যায়ে আছেন। এমন তলানির ময়লা-ধুলা আমি নিতে রাজি নই। তখনও যখন জামায়াতের শীর্ষ নেতারা এমন কোনও সফরে যাননি, তখন বিএনপির...