নিজস্ব প্রতিবেদক: টানা চার কার্যদিবসের পতনের পর আজ (২৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচক সামান্য উত্থান দেখিয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। কিন্তু এমন ইতিবাচক দিনেও টাকার অংকে লেনদেন কমেছে এবং ডিএসইর বাজার মূলধন হ্রাস পেয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্টের বেশি। তারপরও বাজার মূলধন কমেছে ১ হাজার ২৫০ কোটি ২২ লাখ টাকা। বড় মূলধনী কোম্পানি যেমন গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার শেয়ারের দর কমার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, আগের চার কর্মদিবসে বাজার মূলধন কমেছিল ৮ হাজার ৫২৭ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ টানা পাঁচ দিনে বিনিয়োগকারীদের মোট ক্ষতি হয়েছে ৯ হাজার ৭৭৭ কোটি ৪৭ লাখ টাকার বেশি। বাজার বিশ্লেষকদের মতে, আজকের সূচক বৃদ্ধির মাত্রা সীমিত। যে পরিমাণ পুঁজি বিনিয়োগকারীরা হারিয়েছে, তা পূরণ করতে হলে...